বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

মরা গাঙ্গে আর জোয়ার আসবে না : ওবায়দুল কাদের

বিএনপিকে নিয়ে বিচলিত হবার কিছু নেই

| প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

সরকার আদম আলী, নরসিংদী থেকে : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে নিয়ে বিচলিত হবার কিছু নেই। বিএনপি একটি আত্মস্বীকৃত, দেওলিয়া, দন্ডিত , দুর্নীতিবাজ ও উন্মাদের দল। ৯ বছর ধরে আন্দোলন করে জনগণের কাছে পাত্তা না পেয়ে এখন বিদেশীদের কাছে নালিশ করছে। বিএনপি এখন নালিশ পার্টি। রোজার পর, ঈদের পর, পরীক্ষার পর আন্দোলনের আশ্বাস দিয়ে নেতাকর্মীদেরকে শান্তনা দিচ্ছে। আন্দোলন করতে পারেনি। মরা গাঙ্গে আর জোয়ার আসবে না। স্বাধীনতার পরাজিত শক্তি আর কেনো দিন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না। তিনি গতকাল নরসিংদী স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এসব কথা বলেন। নরসিংদী জেলা আওয়ামীলীগের সভাপতি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী লে. কর্ণেল (অব:) নজরুল ইসলাম হিরু বীর প্রতীক’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, মুকুল বোস, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, আলহাজ সিরাজুল ইসলাম মোল্লা এমপি, নরসিংদী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভূ্ইঁয়া, নরসিংদী পৌর মেয়র আলহাজ্ব মো: কামরুজ্জামান প্রমুখ। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। তাদেরকে মূল্যায়ন না করলে আওয়ামী লীগ মরে যাবে। দু:সময়ের নেতাকর্মীদের দূরে ঠেলে দিবেন না। মৌসুমী পাখীদের দলে আশ্রয় দেবেন না। ক্ষমতা না থাকলে শীতের পাখীদেরকে হাজার পাওয়ারের বাতি দিয়েও খোঁজে পাওয়া যাবে না। সাচ্ছা কর্মীরাই আওয়ামীলীগের প্রাণশক্তি। দেশের অর্ধেক ভোটার নারী। আগামী নির্বাচনের জন্য প্রস্তুতিকালে তরুণ ও নারীদের প্রাধান্য দিয়ে সঙ্গে রাখুন। তাদের যুক্ত করে টিমওয়ার্ক অব্যাহত রাখুন। তবে কোন দাগী-সন্ত্রাসী, চাঁদাবাজ আওয়ামীলীগের সদস্য থাকতে পারবে না। জমি ও বাড়ী দখলকারীরা আওয়ামী লীগে থাকতে পারবে না। তিনি আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে বলেন, দলীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানে কানে মনোয়ন দিয়েছেন, গ্রীন সিগন্যাল দিয়েছেন এসব বলে অপপ্রচার চালাবেন না। আওয়ামীলীগের এখন কেনো প্রার্থী নেই। এখন একমাত্র প্রার্থী হচ্ছে আওয়ামী লীগের নৌকা। বিলবোর্ডে ছবি দিয়ে মনোয়ন আশা করবেন না। হৃদয়ে যাদের নাম লেখা হবে তারাই আওয়ামী লীগের দলীয় প্রার্থী হবে। জোর জবরদস্তি করে কেউ আওয়ামীলীগের প্রার্থী হতে পারবেন না। এলাকার জনমত ও দলীয় নেতাকর্মীদের সমর্থনের ভিত্তিতেই দলীয় মনোয়ন দেয়া হবে।
আজকের আনন্দ উৎসবের কারণ বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে। এখন আর বাংলাদেশকে কেউ গরিব দেশ বলতে পারবে না। এক সময় পৃথিবীর মানচিত্রের বাংলাদেশ একটি গরীব দেশ ছিল। যেখানে ছিল, দূির্ভক্ষ, খরা আর বন্যার দেশ। বাংলাদেশ আজ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল দেশের পরিণত হয়েছে। পদ্মাসেতু, মেট্রোরেল, শতভাগ বিদ্যুৎ আজ দৃশ্যমান। আওয়ামী লীগের এতসব উন্নয়ন কর্মকান্ডের মাঝে কিছু কিছু ভুল থাকতে পারে। ছোটখাট এইসব ভুলের জন্য আওয়ামী লীগের উন্নয়ন ভূÑলণ্ঠিত হতে পারে না।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
গনতন্ত্র ২৩ মার্চ, ২০১৮, ১২:৫০ এএম says : 0
জনগন বলছেন, তা হলে নৌকা চলার কোন আশা নাই ?????? দুঃখ আমার র্নিবাচনী রাতের পালন্ক ৷
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন