শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আ’লীগ সংখ্যালঘুদের ভোট নেয়, দেয় না -অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত

প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

পটিয়া উপজেলা সংবাদদাতা : বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশু গুপ্ত বলেছেন, আ’লীগ সংখ্যালঘুদের থেকে ভোট নেয়, কিন্তু ভোট দেয় না। সংসদ নির্বাচন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যন্ত কোনো নির্বাচনে আ’লীগের পক্ষ থেকে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব করার সুযোগ দেয়া হয়নি। বর্তমানে মন্ত্রিসভায় সংখ্যালঘুদের কোনো প্রতিনিধিত্ব নেই। বর্তমানে যে ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে সেখানে সংখ্যালঘুদের প্রার্থী নেই। অথচ নির্বাচনের আগে-পরে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানো হয়। দেশে যে সংখ্যালঘুরা রয়েছে তাদের ৯৮ ভাগ ভোট আ’লীগ পেয়ে থাকে। কিন্তু সংখ্যালঘুরা ভোট চাইলে তাদের দিতে চায় না। তিনি সন্ত্রাস, সা¤প্রদায়িকতা, মৌলবাদ, নির্যাতন, অর্পিত সম্পত্তি আইনের অনুবলে সম্পত্তি অবমুক্তকরণের ক্ষেত্রে হয়রানি বন্ধ, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে প্রশাসনের সর্বক্ষেত্রে সংখ্যানুপাতিক ভিত্তিতে সংখ্যালঘুর প্রতিনিধিত্ব নিশ্চিত করাসহ সংখ্যালঘুর ৭ দফা অবিলম্বে বাস্তবায়নের জন্যে সরকারের প্রতি আহŸান জানান। গতকাল (শুক্রবার) বিকেলে পটিয়ার কর্ণফুলী কমিউনিটি সেন্টারে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের এক বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত উপরোক্ত কথাগুলো বলেন।
ঐক্যপরিষদের উপজেলা সভাপতি ডা. দিলীপ ভট্টাচার্য্যরে সভাপতিত্বে আয়োজিত গণসমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ড. জিন বৌধি ভিক্ষু, চট্টগ্রাম দক্ষিণ জেলা ঐক্যপরিষদের সভাপতি রঞ্জিত চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক তাপস হোড়, দক্ষিণ জেলা যুগ্ম সম্পাদক এড. চন্দন বিশ্বাস, দক্ষিণ জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক তাপস দে, অধ্যাপক প্রদীপ চৌধুরী, বিজয় কুমার বড়–য়া, বিমল মিত্র, অধ্যাপক অভিজিৎ বড়–য়া মানু, মাস্টার শ্যামল দে, আ’লীগ নেতা জিতেন কান্তি গুহ, প্রীতিলতা ট্রাস্টের সম্পাদক অরুন বিকাশ চৌধুরী প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন