মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সংবিধান অনুযায়ী যথাসময়েই আগামী সংসদ নির্বাচন -আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টি সেক্রেটারি

শিবচর (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

নির্বাচনে কোন দল আসবে না আসবে সেটা তাদের ব্যাপার, সংবিধান অনুযায়ী যথাসময়ে শেখ হাসিনার অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ পার্লামেন্টারী পার্টির সেক্রেটারী ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি নূর-ই আলম চৌধুরী এমপি। গতকাল শুক্রবার বিকেলে মাদারীপুরের শিবচরের ঐতিহ্যবাহী সরকারী বরহামগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ মনোনিত বিজয়ী প্যানেলের অভিষেক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। কলেজের প্রিন্সিপাল মোঃ সোহরাওয়ার্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ, শিবচর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মুনির চৌধুরী, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম দেলোয়ার হোসেন, ফাহিমা আক্তার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সামসুদ্দিন খান, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সেলিম, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন খান, জেলা ছাত্রলীগ সভাপতি জাহিদ হাসান অনিক প্রমূখ উপস্থিত ছিলেন।
আওয়ামীলীগ পার্লামেন্টারী পার্টি সেক্রেটারী এসময় বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়েই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ ভোট দিয়ে সরকার নির্বাচিত করবে। সংবিধানের আলোকেই সকলকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। নির্বাচন হবে নির্বাচনি আইন অনুযায়ী তাই নির্বাচন কে করবে আর কে করবে না সেটা তাদের দলীয় সিদ্ধান্ত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন