শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

আশুগঞ্জে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

| প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

আশুগঞ্জ(ব্রাহ্মণবাড়িয়া)উপজেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চর চারতলা গ্রামে আলাল শাহ মাজার প্রাঙ্গণে গতকাল শনিবার সকালে ডাক্তার মো. ফাইজুর রহমানের (ফয়েজ) সার্বিক তত্ত¡াবধানে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি ক্যাম্পিংয়ের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়। এতে গরিব, দুস্থ ও অসহায় রোগীদের মাঝে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ৯ শতাধিক লোককে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয় ।
জানা যায়, ফ্রি ক্যাম্পিং এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ডাক্তার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজের চেয়ারম্যান ডাক্তার মো. আবু সাঈদ, বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম, আশুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, চর চারতলা ইপি চেয়ারম্যান জিয়াউদ্দিন খন্দকার, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ, চর চারতলা ইউপির সাবেক চেয়ারম্যান আয়ুব খান ও বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সামাজিক লোকজন উপস্থিত ছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন