শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

তজুমদ্দিন উপজেলা পরিষদ উপ-নির্বাচন স্থগিত

| প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

 

ভোলা জেলা সংবাদদাতা : ভোলার তজুমদ্দিন উপজেলার উপজেলা পরিষদের উপ-নির্বাচন সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এক আদেশের মাধ্যমে স্থগিত করার আদেশ দিয়েছেন। হাইকোর্টের বিচারক সালমা মাসুদ চৌধুরী ও এ কে এম জহিরুল হকের বেঞ্চ চার সপ্তাহের জন্য এ আদেশ দেন। এ আদেশের কফি গতকাল শনিবার উপজেলা পরিষদের এসে পৌঁছায়। জানা যায়, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ফকরুল আলম বাদী হয়ে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের সচিব, ভোলা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা ঢাকাকে বিবাদী করে গত ১৮ মার্চ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন বেঞ্চে রিট দাখিল করেন। সেখানে ৩ নং চাঁদপুর ইউনিয়নের ভোটার তালিকা ও উপজেলা সীমানা বিরোধ নিষ্পতি করে গেজেট প্রকাশের দাবি জানিয়ে অ্যাডভোকেট এম সাইয়েদ আহমেদ ও বি এম মামুনুর রশিদের মাধ্যমে রিট পিটিশন দাখিল করেন। রিট পিটিশনের প্রেক্ষিতে গত ২০ মার্চ ২০১৮ তারিখে ওই বিচারপতিদ্বয়ের বেঞ্চ তজুমদ্দিন উপজেলা পরিষদের উপ-নির্বাচন স্থগিতাদেশ চার সপ্তাহের জন্য স্থগিতাদেশ প্রদান করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন