শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সম্পর্ককে অচলাবস্থার সম্মুখীন করেছে ব্রিটেন : ল্যাভরভ

| প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ব্রিটেনে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপালের ওপর নার্ভ গ্যাস হামলার ঘটনাকে কেন্দ্র করে মস্কোর সঙ্গে সম্পর্ককে অচলাবস্থার সম্মুখীন করেছে লন্ডন। তিনি আরো বলেছেন, তার দেশ এখন পর্যন্ত স্ক্রিপালকে হত্যা প্রচেষ্টা সংক্রান্ত কোনো দলিল হাতে পায়নি। গত ১০ মার্চ ব্রিটেনের স্যালিসবারি শহরের একটি বিপণিকেন্দ্রের বেঞ্চে ৬৬ বছর বয়সি সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল এবং তার ৩৩ বছরের কন্যা ইউলিয়াকে অচেতন অবস্থায় পাওয়া যায়। বর্তমানে হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী মস্কোয় বলেন, ব্রিটিশ সরকার মস্কোর সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ মাত্রায় উত্তেজনাকর করে তোলার নীতি গ্রহণ করেছে। ব্রিটিশ কর্মকর্তারা তাদের মিত্রদেরকে রাশিয়ার বিরুদ্ধে বিদ্বেষী পদক্ষেপ গ্রহণে উসকানি দেয়ার জন্য উন্মাদের মতো আচরণ করছেন বলেও ল্যাভরভ মন্তব্য করেন। এদিকে রুশ প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকভ বলেছেন, ব্রিটিশ সরকার একথা মেনে নিতে রাজি নয় যে, মস্কোর কাছে নার্ভ গ্যাস নেই। তিনি রুশ গুপ্তচরের হত্যা প্রচেষ্টায় মস্কোকে জড়িত করার ব্রিটিশ প্রচেষ্টাকে নির্বুদ্ধিতা বলে আখ্যায়িত করেন। এক সময় রুশ গোয়েন্দা বিভাগে কাজ করতেন স্ক্রিপাল। কিন্তু ব্রিটেনের হয়ে কাজ করার অভিযোগে দোষী সাব্যস্ত হন তিনি। পরে গুপ্তচর বিনিময় আইনের আওতায় তিনি মুক্তি পান এবং ব্রিটেনে বসবাস শুরু করেন। ব্রিটিশ সরকার অভিযোগ করছে, স্ক্রিপাল ও তার মেয়েকে হত্যা করতে চেয়েছিল রাশিয়া। এই অভিযোগে ২৩ জন রুশ কূটনীতিককে বহিষ্কারসহ আরো কিছু রুশ বিরোধী পদক্ষেপ নিয়েছে লন্ডন। পার্সটুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন