শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কওমি ধারার শিক্ষাব্যবস্থা দেশ ইসলাম ও মানবতার পক্ষে অবদান রাখছে -পীর সাহেব চরমোনাই

| প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

 

স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, কওমী ধারার শিক্ষা ব্যবস্থা দেশ ইসলাম ও মানবতার পক্ষে অবদান রাখছে। একটি মহল সিন্ডিকেট ভিত্তিক অপপ্রচার করে নববী আদর্শের এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চেয়েছিল। তারা কওমী মাদরাসাকে জঙ্গিবাদের প্রজনন কেন্দ্র বলেও অপপ্রচার করেছিল। এখন তাদের সেই অপপ্রচার মিথ্যায় পর্যবসিত হয়েছে। সরকারি সহযোগিতা ছাড়া দেশের বৃহত্তর এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত ছাত্র ও শিক্ষকগণ দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। সকল অন্যায় অসত্য ও ইসলামবিরোধী যে কোন কর্মকান্ডের বিরুদ্ধে সোচ্চার ভুমিকা রাখছে।
গতকাল শনিবার সকাল থেকে রাজধানীর জামিয়া কারিমিয়া আরাবিয়া রামপুরার ১৫সালা দস্তারবন্দি ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। সম্মেলনে দারুল উলূম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস হাবিবুর রহমান আজমী বোখারী শরীফের দরস প্রদান করেন। মাদরাসার মুহাদ্দিস মুফতী ওয়ালিউল­াহ ও মুফতী হেমায়েতুল­াহর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে আলোচনায় অংশ নেন নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম, বেফাকের মহাসচিব মুফতী আব্দুল কুদ্দুস, মসজিদে আকবর কমপ্লেক্সের মহাপরিচালক মুফতী আব্দুল মালেক, জামিয়ার প্রিন্সিপাল মাওলানা মকবুল হোসাইন।

 

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন