শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বিশেষ নাটক তোমার ভয় নেই মা

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হায়দার আনোয়ার খান জুনো-এর গল্প, মনিরুল ইসলাম রুবেল-এর চিত্রনাট্য এবং সাইদুর রহমান রাসেল-এর পরিচালনায় বিশেষ নাটক ‘তোমার ভয় নেই মা’ বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ০৯টা ০৫মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন রওনক হাসান, শবনম ফারিয়া, রাশেদ মামুন অপু প্রমুখ। বিশ্ববিদ্যালয় পড়–য়া দ্বীপ মুক্তিযোদ্ধা নজরুলকে নিয়ে প্রামাণ্যচিত্র নির্মানের উদ্যোগ নেয়। নজরুলের বাড়ীতে উপস্থিত হয় দ্বীপ ও তার সঙ্গীরা। নজরুল স্মৃতিচারণ করে, নজরুল তার পাশের বাড়ীর মেয়ে লতাকে ভালোবাসে। একই গ্রামের হেদায়েত লতাকে ডিস্টার্ব করে। একদিন হেদায়েতকে অপমান করে নজরুল। কিছুদিন পর মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায়। নজরুল যুদ্ধে চলে যায়। মুক্তিযুদ্ধ চলাকালীন একরাতে নজরুল অস্ত্রসহ লতার সাথে দেখা করতে আসে। হেদায়েত নজরুলকে দেখতে পেয়ে পাকবাহিনীকে খবর দেয়। পাকবাহিনী এসে নজরুলকে ধরে ফেলে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন