শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

আমরা পড়ালেখায় অনেক ওপরে চলে গেছি -সাগুফতা ইয়াসমিন এমিলি, এমপি

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

মুন্সীগঞ্জের লৌহজংয়ের ‘মেদিনী মন্ডল আনোয়ার চৌধুরী উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। রোববার বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের এমপি ও সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।

সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন, খেলাধূলা মানুষের মন-মানুষিকতা পরিপূর্ণ করে। তাই শিক্ষার্থীদের জন্য খেলাধুলা একান্তভাবে প্রয়োজন। মুন্সীগঞ্জ এক সময় পড়ালেখায় সর্ব নিন্মে ছিল। আর আজ আমরা পড়া লেখায় অনেক উপরে চলে গেছি। বিদ্যালয়টির পরিচালনা পরিষদের সভাপতি ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, আমিন মোহাম্মদ গ্রæপের চেয়ারম্যান এমএম এনামুল হক সভাপতির বক্তব্যে বলেন, বিদ্যালয়টির দায়িত্ব নেবার পর এর শিক্ষার মান অনেকাংশে এগিয়ে গেছে। বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ও আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মরহুম আনোয়ার চৌধুরীর প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি একটি মডেল স্কুলে রূপান্তরের চেষ্টা করা হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লৌহজং উপজেলা চেয়ারম্যান মো. ওসমান গণি তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেন, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল রশিদ শিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, মেদিনী মন্ডল ইউপি চেয়ারম্যান মো. আশরাফ হোসেন খান, মেদিনী মন্ডল ইউপি আ.লীগ সভাপতি আলী আকবর, আমিন মোহাম্মদ গ্রæপের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক হায়দার হোসেন, ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. হামিদুল ইসলাম, শেখ রাসেল মেমোরিয়াল স্পোটিং ক্লাবের সভাপতি লায়ন মজিবুর রহমান হাওলাদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকাশিতব্য দৈনিক সময়ের আলো পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম রতন, প্রকাশক গাজী আহমেদ উল্লাহ্। জিএম কর্পোরেট এ্যাফের্য়াস মেজর (অব:) রেজাউল করিম। -বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন