উত্তর : হযরত আলী মুরতাদা (রা:)-এর শাহাদাতের পর হযরত ইমাম হাসান (রা:)-কে তার স্থলাভিষিক্ত নিযুক্ত করা হয়। হযরত ইমাম হাসান (রা:) ৬ মাস খলিফা পদে অধিষ্ঠিত থাকার পর তিনি হযরত আমীর মুয়াবিয়া (রা:)-এর হাতে খেলাফতের বাইয়্যাত গ্রহণ করেন। খেলাফতে রাশেদার পর হযরত আমীর মুয়াবিয়া (রা:) প্রথম ইসলামী সাম্রাজ্যের শাসক ও সম্রাটরূপে বরিত হন। (তারিখুল মুলাদা : ১৩১-১৩৪; শরহু ফিকহে আকবার : ৬৮-৬৯; আল ইকমাল : ৬১৫)।
উত্তর দিচ্ছেন : এ. কে. এম. ফজলুর রহমান মুন্শী ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন