শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অতিরিক্ত ১০ হাজার সিরীয় শরণার্থী নেবে কানাডা

প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়া থেকে অতিরিক্ত ১০ হাজার শরণার্থী নেয়ার ঘোষণা দিয়েছে কানাডা সরকার। ইতোমধ্যে কয়েক মাসে দেশটি ২৫ হাজারেরও বেশি সিরীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে।
দেশটির অভিবাসন মন্ত্রী জন ম্যাককালাম বৃহস্পতিবার জার্মানিতে এসব কথা বলেন। বার্লিনে সিবিসি নিউজকে টেলিফোনে তিনি বলেন, শরণার্থীদের পৃষ্ঠপোষকতার অংশ হিসেবে আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা তাদের সাদরে গ্রহণ করবো। ম্যাককালাম জার্মানিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। গেল মাসে প্রকাশিত এক জনমত জরিপে দেখা যায়, কানাডার অধিবাসীদের মধ্যে সিরীয় শরণার্থীদের গ্রহণ করার ব্যাপারে বিভক্তি রয়েছে। অভিবাস বিভাগের দেয়া তথ্য অনুযায়ী চলতি বছরের ২৮ মার্চ পর্যন্ত কানাডায় মোট ২৬,২০০ সিরীয় শরণার্থী এসে পৌঁছেছে। আরও ১৬ হাজারেরও বেশি আবেদন প্রক্রিয়াধীন কিংবা চূড়ান্ত হয়েছে। এসব আবেদনের মধ্যে এমন কী যেসব শরণার্থী এখনো এসে পৌঁছেনি তারাও রয়েছেন। এরআগে ম্যাককালাম বলেছেন, কানাডার ১০টি রাজ্যই শরণার্থী গ্রহণ করার ব্যাপারে সম্মত হয়েছে। ২০১৫ সালের ১৮ অক্টোবর ত্রুদোর নেতৃত্বাধীন উদারপন্থি দল দেশটির নির্বাচনে জয় লাভ করে। পূর্বসূরি প্রধানমন্ত্রী রক্ষণশীল দলীয় স্টিফেন হারপারের শরণার্থীনীতির বিপরীত অবস্থানে বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ত্রুদো। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন