শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে দেশে ডিজিটাল বিপ্লব ঘটছে

চট্টগ্রামে তথ্যপ্রযুক্তি শীর্ষক কর্মশালায় বক্তারা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম প্রেস ক্লাবে গতকাল (শুক্রবার) ‘তথ্য প্রযুক্তি ও সাংবাদিকতা’ শীর্ষক এক কর্মশালায় বক্তাগণ বলেছেন, অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে দেশে ডিজিটাল বিপ্লব ঘটছে। সাংবাদিকদের এর বাইরে থাকার কোন সুযোগ নেই। এতে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, সাংবাদিকতা করতে হলে তথ্য প্রযুক্তির সঙ্গে তালমিলিয়ে চলতে হবে। তথ্য ও প্রযুক্তির বাইরে থাকার সুযোগ নেই। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। এ উন্নয়নের অংশীদার এ দেশের জনগণ। সাংবাদিকদের দেশের এগিয়ে যাওয়ার বিষয়ে আরও বেশি করে প্রতিবেদন প্রকাশ করতে হবে।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি নাজিমুদ্দীন শ্যামলের সভাপতিত্বে কর্মশালায় বিএফইউজের মহাসচিব ওমর ফারুক, সহ-সভাপতি শহীদ উল আলম, যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, সদস্য আসিফ সিরাজ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস। তথ্য প্রযুক্তি ও সাংবাদিকতা শীর্ষক কর্মশালায় চট্টগ্রামের সাংবাদিকদের প্রশিক্ষণ দেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক খ. আলী আর রাজি। এতে প্রিন্ট, অনলাইন ও টেলিভিশনের ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। এর আগে গত ২৯ মার্চ রাতে নগরীর একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজে সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল ও মহাসচিব ওমর ফারুককে সংবর্ধনা দেয় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন