রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

হিজলায় নিষিদ্ধ কারেন্ট জালে আগুন

হিজলা (বরিশাল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

হিজলায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড কন্টিনজেন্ট অফিসার জাহাঙ্গীর আলম ও উপজেলা মৎস্য অফিসার মো. আবুল বাসারের নেতৃত্বে তাদের জনবল নিয়ে ৩০ মার্চ ভোররাত প্রায় ৪টায় ঢাকা-ভোলা ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ কোকো-১ ধুলখোলা ঘাট পল্টন পৌঁছলে নিষিদ্ধ মশারি জাল বা চর বেড়জাল বহন করার অভিযোগে এ লঞ্চে তল্লাশি চালায়। তল্লাশি করে এক লাখ মিটারের বেশি নিষিদ্ধ মশারি জাল জব্দ করতে সক্ষম হন তারা। তবে এ সব জালের কোনো মালিকানার সন্ধান দেননি লঞ্চ কর্তৃপক্ষ। জালগুলো কোস্টগার্ড ক্যাম্প সংলগ্ন হরিনাথপুর ধনুসিকদার বন্দর গো-হাট ময়দানে শুক্রবার সকাল ১০টায় পোড়ানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন