শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ঈশ্বরগঞ্জে কবি আবদুল হাই মাশরেকীর জন্মবার্ষিকী পালিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

মাটি ও মানুষের কবি আবদুল হাই মাশরেকীর জন্মশতবার্ষিকী কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও মিলাদ মাফিলের মাধ্যমে পালিত হয়েছে। গতকাল রবিবার জন্মশতবর্ষ উদযাপন কমিটি উদ্যোগে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়ায় কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। কবির বাসভবনে উদযাপন কমিটির আহবায়ক কবি আলম মাহবুবের সভাপতিত্বে সদস্য সচিব আজিজুল হাই সোহাগের সঞ্চালনায় কবির সাহিত্যকর্ম জীবন দর্শন নিয়ে আলোচনা করেন কবি সোহরাব পাশা, কবি আশিক সালাম, সঙ্গীতশিল্পী ও শিক্ষক মিন্টু দেবনাথ, কবিপুত্র নঈম মাশরেকী, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হলুদ, প্রমুখ।
উল্লেখ্য, কবির জন্মশতবর্ষ উপলক্ষে আগামী ২১,২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে ‘মাশরেকী লোকজ মেলা ও কবি সম্মেলন’। এতে দেশের প্রধান কবি নির্মলেন্দু গুণসহ স্বনামধন্য কবি ও সাহিত্যিকরা অংশগ্রহন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন