বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মালদ্বীপ সফরে পাকিস্তানের সেনাপ্রধান বাজওয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া তিন দিনের সফরে মালদ্বীপে পৌঁছেছেন। বিমানবন্দরে জেনারেল বাজওয়াকে স্বাগত জানান প্রতিরক্ষাবাহিনীর এমএনডিএফ প্রধান মেজর জেনারেল আহমদ সিয়াম এবং মালদ্বীপে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত। মালদ্বীপের সেনাপ্রধানের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। বাজওয়া মালদ্বীপ সফরকালে প্রতিরক্ষামন্ত্রী আদম শরিফ ওমর এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে সাক্ষাত করবেন। ২০১৬ সালের নভেম্বরে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম মালদ্বীপ সফর। পাকিস্তানের সেনাপ্রধান মালদ্বীপে ৪৫ দিনের জরুরি অবস্থা প্রত্যহারের পর দেশটি সফরকারী প্রথম সর্বোচ্চ পদাধিকারী বিদেশী অতিথি। মালদ্বীপ ও ভারতের মধ্যকার টানাপোড়েনের মধ্যে এ সফরটি অনুষ্ঠিত হচ্ছে। সাউথ এশিয়ান মনিটর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন