শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সেবাবধূ ও সেবাময়ী নারী পুরস্কার পেলেন যারা

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

কবি শাহজাহান আদালীর উদ্যেগে তার প্রকাশনা সংস্থা গ্রন্থকানন এর পক্ষথেকে দেশের ৭ জন নারীকে শ্বশুর শ্বাশুড়ির সেবার জন্যে ‘সেবাবধূ পুরস্কার’ এবং ২ জনকে মানবসেবা অবদানের জন্যে ‘মেবাময়ী নারী পুরস্কার’ ২০১৮ প্রদান করা হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউন্সে এ পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননন্দিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লেহানী। অনুষ্ঠান উদ্বোধক হিসেবে ছিলেন ভাষাবিদ ড. হায়াৎ মামুদ। সভাপতিত্ব করেন কবি শাহজাহান আবদালী। এবারে সেবাবুধু পুরস্কার পেয়েছেন- হবিগঞ্জ জেলার উমা রানী, ব্রাহ্মণবাড়িয়া জেলার শায়েস্তারা খাতুন, দিনাজপুর জেলার তাজনাহার মিলি, টাঙ্গাইল জেলার সালদা আশরাফ হাসান, আছিয়া আক্তার, ঢাকা জেলার এড. রোকেয়া আক্তার, মাকসুদা বেগম। সেবাময়ী নারী পুরস্কার পেয়েছেন- ব্রহ্মনবাড়িয়া জেলার সনি আক্তার ও ঢাকা জেলার বিউটি বর্মন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন