বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কেরানীগঞ্জে গণহত্যা দিবস পালিত

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গতকাল গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচির মধ্যে ছিল- শোকর‌্যালি, কালোব্যাজ ধারণ, সব শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস আদালত ও বাড়িতে কালোপতাকা উত্তোলন, আলোচনাসভা, মিলাদ মাহফিল ও গণভোজ। সকালে মনু ব্যাপারীর ঢালে নির্মিত শহীদ বেদীতে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও উপজেলা চেয়ারম্যান শাহিন আহেমদ পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর কেরানীগঞ্জ প্রেসক্লাব, বিএনপির কেন্দ্রীয় কমিটিকর নির্বাহী সদস্য হাজী নাজিম উদ্দীন ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপিসাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুর নেতৃত্বে বিএনপি, কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলামের নেতৃত্বে থানা প্রশাসন, কালিন্দী ইউনিয়ন আ.লীগ নেতা হুমায়ন গণি ও হাজী জাহিদ হাসান রনির নেতৃত্বে কালিন্দী ইউনিয়ন আ.লীগ, জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এ সময় দোয়া করা হয়। ১৯৭১ সালে এই দিন ভোরবেলা পাকহানাদার বাহিনী কেরানীগঞ্জের প্রায় পাঁচ হাজার নিরস্ত্র, নিরীহ মানুষকে নির্বিচারে গুলি করে নির্মমভাবে হত্যা করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন