বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রের জনগণ এমন কাউকে ওভাল অফিসে চায় না, যিনি মার্কিন নীতির গুরুত্ব বুঝতে পারেন না : ওবামা

প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রস্তাব প্রত্যাখ্যান করে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, এ বিষয়ে ট্রাম্প কিছুই জানেন না, তিনি অজ্ঞ। গত শুক্রবার ওয়াশিংটনে আয়োজিত পরমাণু নিরাপত্তা নিয়ে শীর্ষ সম্মেলন শেষে বারাক ওবামা ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রস্তাব নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। ওবামা বলেন, আমি আগেও বলেছি জনগণের নজর এখন মার্কিন নির্বাচনের দিকে। আমরা কী করছি তা বাদবাকি বিশ্বের জন্যে খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতির মূল ভিত্তি জাপান ও কোরীয় প্রজাতন্ত্রের সঙ্গে মিত্রতা। সুতরাং ট্রাম্প বিষয়টি নিয়ে তালগোল পাকিয়ে ফেলতে পারেন না। আর যুক্তরাষ্ট্রের জনগণ এমন কাউকে ওভাল অফিসে চায় না যে বিষয়গুলোর গুরুত্ব বুঝতে পারেন না। প্রসঙ্গত, পররাষ্ট্রনীতি বিষয়ে ট্রাম্প বলেন, জাপান ও দক্ষিণ কোরিয়া নিজস্ব পরমাণু অস্ত্র তৈরি করছে। তিনি চান, মার্কিন মিত্ররা তাদের প্রতিরক্ষা বিষয়ে আরো মনোযোগী হয়ে এসব অঞ্চল থেকে মার্কিন সৈন্যদের সরিয়ে নেয়ার সুযোগ দিক। এ প্রসঙ্গে ওবামা বলেন, যাদের নিয়ে কথা বলা হচ্ছে তারা কী বলছেন? তারা বলছেন, যিনি এ ধরনের মন্তব্য করেছেন তিনি পররাষ্ট্র নীতি কিংবা পরমাণু নীতি অথবা কোরীয় উপদ্বীপ এমনকি বিশ্ব সম্পর্কেও কিছু জানেন না। এ ব্যাপারে তার সামান্যতম ধারণা আছে বলেও তারা মনে করেন না। ডোনাল্ড ট্রাম্প মার্কিন পররাষ্ট্রনীতি নিয়ে বর্তমান ওবামা প্রশাসন পররাষ্ট্রসংক্রান্ত যেসব ক্ষেত্রে পরোক্ষ ভূমিকা পালনের মাধ্যমে বৈশ্বিক সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত রেখেছে, সেখানে ডোনাল্ড ট্রাম্প অনেকটা স্পষ্ট এবং সরাসরি ভূমিকা পালনের পক্ষে কথা বলেছেন। ট্রাম্পের এ ধরনের পররাষ্ট্রনীতির কথায় সমালোচনামুখর হয়েছেন অনেকেই। ডোনাল্ড ট্রাম্প তার কয়েকটি বক্তব্যে বলেছেন, ওবামা প্রশাসন বেশ কিছু ভুল করেছে। ইউক্রেনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। একই সঙ্গে আফগানিস্তানে এভাবে আটকে থাকার কারণ সম্পর্কেও যথেষ্ট বিস্ময় প্রকাশ করেছেন রিপাবলিকান এ মনোনয়নপ্রত্যাশী। ডোনাল্ড ট্রাম্প আরো প্রশ্ন তুলেছেন, যুক্তরাষ্ট্রের কাছেই যদি সারাবিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী থাকে, তাহলে আইএস এত ভয়ঙ্কর হওয়ার সুযোগ পায় কীভাবে? ট্রাম্প আরও বলেছেন, যুক্তরাষ্ট্র এখন কোনো জায়গায় বিজয়ী হয় না। সব জায়গায় হেরে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে রাশিয়ার অবস্থান ক্রমশ শক্তিশালী হওয়া নিয়ে শঙ্কাও প্রকাশ করেছেন তিনি। বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন