পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে গত বুধবার রাতে ৫টি পরিবারের ৯টি ঘর আগুনে ভস্মিভূত হয়েছে। বৈদ্যুতিক সটসাকির্ট এর মাধ্যমে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে মহুর্তের মধ্যে সেবিয়া, দেবারু, সুন, বিষয়া ও নবকুমার এর ৯টি ঘর পুরে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার পুর্বে আগুনে সব কয়টি ঘর পুরে ছাই হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে স্থানীয় জনগন ফায়ার সির্ভিস দেরিতে আসার কারণে তাদের উপর চড়াও হন। গতকাল বৃহস্পতিবার আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৫টি পরিবারের মাঝে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান ৩০কেজি চাল ও নগদ দুই হাজার টাকা বিতরণ করেন। এ সময় ইউ’পি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন