বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মাদক পাচারকারীদের গুলিতে ৩ ফরাসি নিহত

প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফ্রান্সের দক্ষিণাঞ্চলে মারসেইয়া শহরে গত শনিবার গুলিতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। মাদক পাচারের সঙ্গে জড়িত কোনো সংঘবদ্ধ চক্র এ হত্যাকা- ঘটিয়েছে বলে সন্দেহ করছে কর্তৃপক্ষ। এ বছর মারসেইয়া এলাকায় গুলির ঘটনায় এ নিয়ে কমপক্ষে আটজন নিহত হলেন। সব মাদক পাচারের সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের কাজ। মারসেইয়ার মেয়র সামিয়া র‌্যালি হত্যাকা-কে নাটকীয় বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, বেপরোয়াভাবে একটি সংঘবদ্ধ চক্র একের পর এক হত্যাকা- ঘটাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে তারা উদ্বিগ্ন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বের্না কেজনভ বলেন, তদন্ত চলছে। সরকার কঠোর হস্তে সংঘবদ্ধ অপরাধ দমনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত বছর মারসেইয়া শহরে ১৯ জনকে হত্যা করা হয়। মাদক পাচারকারী দল এসব হত্যাকা-ে জড়িত বলে সন্দেহ রয়েছে। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন