শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

কর্পোরেট

সামাজিক নিরাপত্তার আওতায় ২৫০ কোটি মানুষ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বিশ্বব্যাংক বলছে, বাংলাদেশসহ বিশ্বের প্রায় ২৫০ কোটি মানুষ বর্তমানে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় রয়েছে। এ ছাড়া এ কর্মসূচির ফলে অন্তত পাঁচ কোটি মানুষ অতিদারিদ্র্য পরিস্থিতি থেকে বের হতে পেরেছে।
সামাজিক নিরাপত্তা বিষয়ক বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এসব তথ্য দেয়া হয়েছে। বিশ্বব্যাংক বলছে, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় থাকা ২৫০ কোটি মানুষের মধ্যে অতিদরিদ্রের সংখ্যা ৬৫ কোটি। বিভিন্ন দেশে এ ধরনের কর্মসূচি দারিদ্র্য বিমোচনে বড় অবদান রাখছে।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বব্যাপী দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধে সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো বড় ভূমিকা রাখছে। নগদ ও বিভিন্ন আকারে অর্থ স্থানান্তর, স্কুলে খাদ্য সরবরাহের মতো কর্মসূচি দারিদ্র্য বিমোচনের পাশাপাশি আয়বৈষম্যও কমাচ্ছে।
প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, বাংলাদেশ ২০১৫ সালে জিডিপির মাত্র শূন্য দশমিক ৭৩ শতাংশ সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় করেছে, যা অন্যান্য অনেক দেশের চেয়ে কম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন