শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

চিনি শিল্প এগিয়ে যাবেই -চেয়ারম্যান

| প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন বলেছেন, সম্মিলিত প্রচেষ্টায় আমরা রাষ্ট্রায়ত্ব চিনি শিল্পকে সামনে এগিয়ে নিয়ে যাবোই। কৃষিভিত্তিক এই ভারি শিল্পকে বর্তমান সরকার আরো উন্নত করতে ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছেন। গ্রহণ করা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প। দাম বাড়ানো হয়েছে আখের। কৃষকদের দেয়া হচ্ছে আধুনিক সুযোগ-সুবিধা। বৃহৎ এই শিল্পের লোকসান কমছে, বাড়ছে চিনির উৎপাদন। চলতি অর্থবছরে পূর্ববর্তী অর্থবছরের চেয়ে চিনি উৎপাদন ৯ হাজার টন বেড়েছে। চলতি মওসুমে আখের চাষও বেড়েছে। চেয়ারম্যান শনিবার ৭ এপ্রিল জয়পুরহাট চিনিকলে কর্মকর্তা ও কর্মচারিদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। চিনিকলের এমডি মোস্তাফা কামালের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে পরিচালক প্রকৌশলী এ বি এম আরশাদ হোসেন, সচিব প্রকৌশলী হারিছ আলীসহ উর্ধতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। চেয়ারম্যান বলেন, ই-প্রেমেন্ট, ডিজিটাল ওয়েব্রীজ, অটো বয়লার, অটো চিনি প্যাকিং মেশিন, কেরুজ জৈব সার এছাড়া প্রক্রিয়াধিন ইলেক্ট্রিসিটি প্লান্ট, ডিষ্টিলারী, ম্যাঙ্গপাল্প, রিফাইনারি, ষ্টোরেজ, বোতলজাত পানি উৎপাদনসহ নানা সহযোগী প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। কর্মকর্তা-কর্মচারিদের উদ্দেশ্যে তিনি বলেন, মিল রক্ষা করতে আমাদের সর্বাত্মকভাবে মাঠে কাজ করতে হবে। আমাদের সুদিন আসবেই, জয়পুরহাট চিনিকলে পাওয়ার প্লান্ট হবে বলেও উল্লেখ করেন তিনি। -বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন