বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সনি মিউজিক ও মোবিমিডিয়া বাংলাদেশে শুরু করতে যাচ্ছে নতুন ডিজিটাল মিউজিক সার্ভিস

প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ইন্টারন্যাশনাল মিউজিক কন্টেন্ট বাংলাদেশি শ্রোতাদের কাছে পৌঁছে দেয়ার জন্য মোবিমিডিয়া মোবাইল কন্টেন্ট ও টেক কো¤পানি এবং সনি রেকর্ড লেবেল একত্রিত হয়েছে। অনলাইনে গান শোনার অ্যাপ এম-জ্যামস, পূর্ব-দক্ষিণ এশিয়ায় ব্যাপকভাবে সফল হওয়ার পর শীঘ্রই বাংলাদেশে চালু হতে যাচ্ছে। মোবিমিডিয়া এবং এম-জ্যামস, মোবাইল অ্যাপের মাধ্যমে বাংলাদেশী শ্রোতারা অনলাইনে গান শোনার এক অত্যাধুনিক ও নতুন অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছে। যেখানে তারা সনি মিউজিক লাইব্রেরী ও ওয়ারনার মিউজিক থেকে শুনতে পারবেন লাখ লাখ পছন্দের গান। সনি মিউজিক (ইন্ডিয়া ও মধ্যপ্রাচ্য) এর প্রেসিডেন্ট শ্রীধর শুভ্রমনিয়ম জানিয়েছেন, ডিজিটাল ব্যবসা বাণিজ্যর জন্য মোবিমিডিয়া একটি বিশেষ সেবা বরাদ্দ রাখতে যাচ্ছে, যার ফলে অনলাইনে গান শোনা, আর্টিস্ট ইমেজ, মিউজিক ভিডিও, রিং ব্যাক টোন এবং গান ডাউনলোড করা যাবে। বাংলাদেশ একটি ক্রমবর্ধমান মার্কেট যা এগিয়ে যাচ্ছে দ্রæত গতিতে। সনি মিউজিক আশাবাদী, এম-জ্যামসের মত শক্তিশালী এবং সুদক্ষ অংশীদারের সাথে একত্রিত হয়ে তারা মার্কেটে বিশ্বমানের একটি সেবা চালু করতে যাচ্ছে। মোবিমিডিয়ার আঞ্চলিক প্রধান ক্যামেরন জ্যাকসান বলেছেন, আমরা ব্যবসায়িক অংশীদার ও ভোক্তা উভয়ের জন্যই লাইসেন্সিং সমস্যার সমাধান করতে যাচ্ছি। এখন ব্যবসা বাণিজ্যে আন্তর্জাতিক মিউজিকের জন্য ডিজিটাল কমিউনিকেশনের সুযোগ থাকবে। তাছাড়া টেলিযোগাযোগ সেবার মাধ্যমে বাংলাদেশি মার্কেটে লাইসেন্স কন্টেন্টের সদ্ব্যবহার করা সম্ভব হবে। বাংলাদেশে মানুষজন এখন এম-জ্যামস মিউজিক স্টোরের মাধ্যমে সহজেই আন্তর্জাতিক মিউজিক শুনতে অথবা কিনতে পারবে। পূর্ব-দক্ষিণ এশিয়ার মায়ানমার, শ্রীলঙ্কার মত দেশে সফলভাবে চালু হাওয়ার পর এবার খুব শীঘ্রই বাংলাদেশে চালু হতে যাচ্ছে এম-জ্যামস। আন্তর্জাতিক মিউজিক ছাড়াও এম-জ্যামস স্টুডিওর মাধ্যমে এম-জ্যামস দেশি মিউজিক ও মিউজিশিয়ানদের প্রচার ও উন্নতিতে বিশেষ নজর দিচ্ছে। উল্লেখ্য, সনি মিউজিক কো¤পানি বিশ্বব্যাপী সুপরিচিত একটি মিউজিক রেকর্ড লেবেল কো¤পানি যা এখন দেশি আর্টিস্ট ও সুপারস্টারদের নিয়ে কাজ করছে। এই রেকর্ড লেবেল থেকে সব ধরনের গান বের হয়েছে, যাতে কাজ করেছেন মাইকেল জ্যাকসন, হুইটনি হুইস্টন, বব ডিলানসহ আরও অনেক তারকাশিল্পী। তাছাড়া, বলিউডের বিভিন্ন সিনেমার গানও বেরিয়েছে এই রেকর্ড লেবেল থেকে। মোবিমিডিয়া প্রাইভেট লিমিটেড হচ্ছে এমন একটি কো¤পানি যা সিঙ্গাপুর, কম্বোডিয়া, ইন্ডিয়া, বাংলাদেশসহ বিশ্বের ২৫টি দেশে টেলিকমিউনিকেশনের সাথে জড়িত বিভিন্ন সেবা প্রদান করে আসছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন