গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৬,০০০/- টাকা নির্ধারণ, বাসস্থানের ব্যবস্থা, রেশনিং ও নারী শ্রমিকদের মাতৃত্বকালীন বেতনসহ ছুটি ভোগ করার সুযোগ দেয়ার দাবিসহ ১৫ দফা দাবি জানিয়েছেন গার্মেন্টস শ্রমিক নেতৃবৃন্দ। গতকাল বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ১৫দফা দাবি আদায়ের লক্ষ্যে গার্মেন্টস শ্রমিক আন্দোলন আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় নেতৃবৃন্দ এসব দাবি জানান। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, দেশের আশি শতাংশ মানুষ কৃষক শ্রমিক। শ্রমিকদের অবহেলায় রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। দেশের উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান শ্রমিকশ্রেণির। শ্রমিকরা হাড়ভাঙ্গা পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে। অনেক কারখানা মালিক শ্রমিকদের নিয়মমাফিক বেতন-বোনাস পরিশোধ করে না। তাই ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ হারুন অর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহা. মোশাররফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান আলোচক ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মুহাম্মদ আশরাফ আলী আকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, আলহাজ্ব আব্দুর রহমান, আলহাজ্ব কেএম বিল্লাল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ রিয়াজুল হক, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ এমদাদুল হক, মোঃ শাহআলম, মোঃ জহিরুল ইসলাম,আলহাজ্ব আব্দুল হাই, এম রিজওয়ান হায়দার, মোঃ কবির হোসেন, মোঃ আব্দুর রহমান, মোঃ আব্দুস সোবহান প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন