স্পোর্টস রিপোর্টার : কেএফসি স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনে গতকাল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মাঠে নামার কথা ছিল। নিজেদের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কাল বিকাল সাড়ে ৪টায় শেখ জামাল-মোহামেডান ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এদিন দুপুরে হঠাৎ করেই জানা মাঠে গড়াচ্ছে না এই ম্যাচটি। বাফুফে সুত্র জানায়, আজ (গতকাল) বিকাল সাড়ে ৪টায় মোহামেডান-শেখ জামাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দু’ক্লাবের অনুরোধে তা স্থগিত করা হলো। হঠাৎ করেই ওই দু’দল আবেদন করে যে তারা এদিন ম্যাচটি খেলবে না। সে প্রেক্ষিতেই খেলাটি পিছিয়ে দেয়া হয়েছে। এই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার নতুন দিণক্ষণ পরে জানাবে বাফুফে। তবে বিকালে ম্যাচ মাঠে না গড়ালেও সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা আবাহনী ও ফেনী সকারের মধ্যকার খেলাটি ঠিকই অনুষ্ঠিত হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন