বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদকমুক্ত সমাজ গড়তে হবে : আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠানে-ধর্মমন্ত্রী

| প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদায় আসীন। আগামী ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশের মর্যাদায় পৌছাতে হলে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত সমাজ গড়তে হবে। সেজন্য জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দসহ সমাজের সর্বস্তরের জনগণকে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
ধর্মমন্ত্রী রোববার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও বিভাগীয় কমিশনারের কার্যালয় ময়মনসিংহ কর্তৃক আয়োজিত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকান্ড স¤প্রসারণ করা হয়েছে। এক্ষেত্রে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্প, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প, ও প্যাগোডা ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প চালু করা হয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে ধর্মীয় ও নৈতিক শিক্ষা দিয়ে ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরি করা হচ্ছে। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি, এম সালেহ উদ্দিনের সভাপতিত্বে আন্ত:ধর্মীয় এ সংলাপ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: আনিছুর রহমান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবিএম আমিনুল্লাহ নূরী, অতিরিক্ত ডিআইজি ড. মো: আক্কাস উদ্দিন ময়মনসিংহের জেলা প্রশাসক ড. সুভাস চন্দ্র বোস প্রমুখ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন