শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অবরোধের অবসান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : হামাস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

গাজা উপত্যকার ওপর থেকে ইহুদিবাদী ইসরাইলের অবরোধ তুলে না নেয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে গণআন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। গত সোমবার ইসরাইল সীমান্তে একটি প্রতিবাদ শিবিরে দেয়া বক্তৃতায় ইসমাইল হানিয়া এই ঘোষণা দেন। তিনি প্রতিশ্রæতি ব্যক্ত করে বলেন, ‘আমরা ফিলিস্তিনে ফিরব, আমাদের গ্রাম ও বায়তুল মুকাদ্দাস শহরে ফিরব।’ হামাস নেতা বলেন, ‘যদিও আমরা চলমান ‘মার্চ অব রিটার্ন’ কর্মসূচি নিয়ে দ্বিতীয় সপ্তাহ পার করেছি এবং শান্তিপূর্ণ ও জনপ্রিয় এই আন্দোলনের অনেক লক্ষ্য অর্জিত হয়েছে তবু তা এখনো শুরুর পর্যায়ে রয়েছে।’ তিনি সতর্ক করে বলেন, ‘প্রয়োজন হলে হামাস আবার ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে অস্ত্র ধরতে প্রস্তুত রয়েছে।’ পার্সটুডে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন