নীলফামারীর সৈয়দপুরে আগামী ১৫ এপ্রিল থেকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্ট এনআইডি) বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে। ওই দিন সকাল ৯টায় সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উপজেলা নির্বাচন অফিস কর্তৃক ওই কার্যক্রমের শুরুতেই শুধুমাত্র সৈয়দপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডের ভোটারদের মাঝে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করা হবে। পরবর্তীতে উপজেলার ৫টি ইউনিয়নের ভোটারদের মাঝেও স্মার্ট এনআইডি বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,ওই দিন পৌরসভা এলাকার কয়েকজন বিশিষ্ট ব্যক্তিদের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেয়ার মধ্যদিয়ে বিতরণ কার্যক্রম শুরু হবে। উপজেলা পরিষদ হলরুমে ৪টি টিমের মাধ্যমে প্রতিদিন সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। সৈয়দপুর পৌরসভার ওয়ার্ড ভিত্তিক পর্যায়ক্রমে স্মার্ট এনআইডি বিতরণ কার্যক্রম ১৫ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ৭ মে পর্যন্ত।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন