শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বরুড়ায় হতদরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ

বরুড়া (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের হতদরিদ্র ডিলার ওমর ফারুক হতদরিদ্রদের চাউল আত্মসাতের অভিযোগ।
জানা যায়, ঝলম ইউনিয়নের হতদরিদ্র ডিলার ওমর ফারুক বৃহস্পতিবার সরকারের বরাদ্দকৃত ১০টাকা কেজি চাউল দরিদ্রদের মাঝে বিতরণ না করে ঝলম বাজারে অবস্থিত হারুন হোটেল ও মাসুম হোটেলে (মোল্লা হোটেল) বিক্রি করে দেয়। এলাকার স্থানীয় লোকজন টের পেয়ে হোটেলে রক্ষিত ১০ বস্তা চাউল আটক করে। এসময় ডিলারের লোক ফারুক ও দেলোয়ারের নেতৃত্বে কয়েকজন লোক আক্রমণ করে চাউল আটককৃতকারীদেরকে মারধর করে ওমর ফারুকের গোডাউনে চাউল নিয়ে আসে। এসময় তাদের মারধরে মনিরুল ইসলাম নামে একজন আহত হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম ঘটনাস্থলে হাজির হলে ডিলার ওমর ফারুক গুদামে তালা লাগিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত কার্ডধারী মিনুয়ারা বেগম, শিরিনা বেগম, শাহিন, সালেহা বেগম, অহিদা খাতুন সহ আরো অনেকে জানান, তারা চাউল পায় নাই এবং ডিলার তাদের কার্ড নিয়ে যায়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম ও স্থানীয় চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, ডিলার ওমর ফারুকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন