মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

প্রাতঃভ্রমণে গিয়ে চোট পেলেন গণপূর্তমন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

নগরীর ডিসি হিলে প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়ে গিয়ে নাকে আঘাত পেয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। গতকাল (শুক্রবার) সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। সেখান থেকে তাকে দ্রæত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের নাক, কান ও গলা বিভাগে তাকে চিকিৎসা দেয়া হয়। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ব্যক্তিগত সহকারী নূর খান বলেন, সকালে নন্দনকাননের বাসার নিকটবর্তী ডিসি হিলে হাঁটতে গিয়েছিলেন মন্ত্রী। হাঁটা শেষে একটি রাস্তার পাশের বেড়ার নেট ধরে দাঁড়িয়ে ব্যায়াম করছিলেন। এ সময় নেটে পা আটকে গেলে তিনি হোঁচট খেয়ে পড়ে যান। এতে প্রচন্ড আঘাতে তার নাক দিয়ে রক্তক্ষরণ হয়। পরে চিকিৎসকরা নাকে ব্যান্ডেজ দিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। সেখান থেকে মন্ত্রীকে বাসায় নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রামের বাসায় থাকলে নিয়মিতই ডিসি হিলে প্রাতঃভ্রমণে বের হন। খবর পেয়ে প্রবীণ এ আওয়ামী লীগ নেতাকে দেখতে হাসপাতালে ছুটে যান চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, পুলিশ সুপার নূরে আলম মিনা, বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডাঃ মুজিবুল হক খানসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। বর্তমানে মন্ত্রী তার নন্দনকাননের বাসায় রয়েছেন বলে জানান তার পরিবারের সদস্যরা। এর আগে গত ৪ এপ্রিল সচিবালয়ে নিজের দপ্তরে হঠাৎ অসুস্থবোধ করলে তাকে ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন