মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

হিজাব পরিধানে বাধা দেয়া ধর্ম অবমাননা ও সংবিধান পরিপন্থি -ইসলামী আন্দোলন মহানগর দক্ষিণ

সাইদুল আলামিনের বহিস্কার দাবি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

কুমিলা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাসনিয়া আনিকাকে হিজাব পড়ায় ক্লাস রুম থেকে বের করে দিয়ে সহকারী অধ্যাপক সাইদুল আলামিন ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম এক সম্মেলনে একথা বলেন। তিনি বলেন, এ অধিকার খর্ব করা বা হিজাব পরিধানে বাধা দেয়া চরম ধর্ম অবমাননা এবং গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ এবং সংবিধান পরিপন্থি। অধ্যাপক সাইদুল আলামিন অনতিবিলম্বে বিশ^বিদ্যালয় থেকে বহিস্কার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় দেশবাসী প্রতিবাদ আন্দোলন গড়ে তোলা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন