শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

অভ্যন্তরীণ বাজার থেকে দু’লাখ টন গম সংগ্রহের সিদ্ধান্ত

প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : অভ্যন্তরীণ বাজার থেকে ২৮ টাকা কেজি দরে দুই লাখ টন গম সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল সোমবার খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১০ এপ্রিল থেকে শুরু হয়ে সংগ্রহ অভিযান চলবে ৩১ মে পর্যন্ত। গত বছরও ২৮ টাকা কেজি দরে গম সংগ্রহ করে সরকার। গত বছর গমের বাজারমূল্য ও সংগ্রহ মূল্যের মধ্যে ৮ থেকে ১০ টাকা লাভ রেখে সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছিল।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গম সংগ্রহের সিদ্ধান্তের ব্যাপারে সাংবাদিকদের বলেন, এ বছর গম উৎপাদিত হয়েছে ১৩ লাখ ৯৮ হাজার মেট্রিক টন। এবার প্রতি কেজি গমের উৎপাদনে খরচ হয়েছে ২৭ টাকা, প্রতি কেজিতে কৃষককে ১ টাকা মুনাফা দিয়ে সংগ্রহ করা হবে ২৮ টাকা কেজি দরে। সভা সূত্রে জানা গেছে, আগামী জুলাই থেকে ৫০ লাখ হতদরিদ্র পরিবারকে সুলভ মূল্যে চাল ও গম দেওয়া হবে। প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল ও গম দেয়া হবে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, খুব শিগগিরই ইউনিয়ন পর্যায়ে খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) কার্যক্রম চালু করা হবে। খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদসহ কমিটির সদস্য ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন