শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিচারকের মৃত্যু তদন্তে না ভারতীয় সুপ্রিম কোর্টের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বিজেপির শীর্ষ নেতা অমিত শাহর বিরুদ্ধে হওয়া মামলায় বিচারকের দায়িত্ব পালন করা বি লয়ার মৃত্যুর ঘটনা তদন্তের একটি আবেদন খারিজ করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ গতকাল বৃহস্পতিবার ওই আবেদন খারিজ করে দেন বলে জানিয়েছে রয়টার্স। ২০০৫ সালে গুজরাটের স্বরাষ্ট্র মন্ত্রী থাকার সময় অমিত শাহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘বিচারবহির্ভূত হত্যাকান্ড’ চালানোর নির্দেশ দিয়েছিলেন এমন অভিযোগে নিম্ন আদালতে মামলাটি দায়ের হয়েছিল। বিচার চলাকালীন সময়েই লয়া হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান; দায়িত্ব নেওয়া নতুন বিচারক বিজেপিপ্রধানকে অভিযোগ থেকে অব্যাহতি দেন। রাজনৈতিক চাপের কারণেই লয়ার মৃত্যু হয়েছিল বলে সেসময় ইঙ্গিত দিয়েছিলেন তার পরিবারের সদস্যরা। সন্দেহজনক ওই ঘটনা নিয়ে সেসময় বিরোধীরাও বেশ সরব ছিল। বিচারকের মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্তে নিম্ন আদালতে একটি আবেদনও করা হয়েছিল। সেটি খারিজ হওয়ার পর সুপ্রিম কোর্টে নতুন আবেদন জমা দেওয়া হয়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, “কর্মরত বিচারকের দেওয়া রায়ে সন্দেহের অবকাশ নেই।” ‘বিচারব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ’ করতেই লয়ার মৃত্যু তদন্তের এ আবেদন, ভাষ্য তিন বিচারকের। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন