মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্পোরেট

গোয়াফেস্ট অ্যাওয়ার্ড পেল মাইন্ডশেয়ার বাংলাদেশ

| প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

গোয়াফেস্ট ২০১৮ -তে ‘বেস্ট ইউজ অব অ্যান ইন্টিগ্রেটেড ক্যাম্পেইন’ ক্যাটাগরিতে দক্ষিণ এশিয়ার এজেন্সি হিসাবে দু’টি অ্যাওয়ার্ড জিতে নিয়েছে মাইন্ডশেয়ার বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার এই প্রিমিয়ার অ্যাডভার্টাইজিং, মিডিয়া এবং মার্কেটিং ফেস্টিভাল- গোয়াফেস্টের ১৩তম আসর ৫ এপ্রিল থেকে ৭ এপ্রিল ভারতের পর্যটন নগরী গোয়াতে অনুষ্ঠিত হয়। এ বছর মাইন্ডশেয়ার বাংলাদেশ গ্রামীণফোনের ‘বার্থ ডে ক্যাম্পেইন’ এর জন্য গোল্ড এবং ইউনিলিভারের লাইফবয়ের ‘ওয়ার্ল্ডস লার্জেস্ট হিউম্যান ইমেজ অব অ্যা হ্যান্ড’ ক্যাম্পেইনের জন্য সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে। গোয়াফেস্ট একটি বৃহৎ অ্যাডভার্টাইজিং উৎসবের নাম। অ্যাডভার্টাইজিং ক্লাবের সহযোগিতায় অ্যাডভার্টাইজিং এজেন্সিস এসোসিয়েশন অফ ইন্ডিয়া (এএএ) এই বৃহৎ উৎসবের উদ্যোক্তা। গোয়াফেস্টে দক্ষিণ এশিয়ার স্বনামধন্য বিভিন্ন বিজ্ঞাপনী এবং মিডিয়া এজেন্সি অংশ নেয়। ২০১৭ সালে ২০ বছরে পদার্পণ করে গ্রামীণফোন। তাই বার্থ ডে ক্যাম্পেইনে গ্রামীণফোন কীভাবে বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে আছে তা তুলে ধরা হয়। এছাড়া ২০ বছর পর শিশুরা কী হতে চায়, সেটিও তুলে ধরা হয় এ ক্যাম্পেইনে। কারণ আজকের শিশুরাই আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নেবে। এই ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের মধ্যে নতুন স্বপ্ন দেখার আনন্দ ফিরিয়ে আনা হয়েছিল। গ্রামীণফোনের বার্থ ডে ক্যাম্পেইন ছিল একটি ইন্টিগ্রেটেড ক্যাম্পেইন, যার মাধ্যমে টিভি, রেডিও, প্রেসসহ ডিজিটাল মিডিয়ায় নতুন মিডিয়া ইনোভেশনের সৃষ্টি করেছিল মাইন্ডশেয়ার বাংলাদেশ। সারা বিশ্বে প্রতি বছর ১৫ অক্টোবর পালিত হয় ‘বিশ্ব হাত ধোয়া দিবস। হাত ধোয়া কর্মসূচির অংশ হিসেবে ‘ওয়ার্ল্ডস লার্জেস্ট হিউম্যান ইমেজ অব আ হ্যান্ড’ তৈরি করার মাধ্যমে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে ‘লাইফবয়’। হাত ধোয়ার মতো একটি জীবন রক্ষাকারী অভ্যাস শেখাতে এবং এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে লাইফবয়ের সঙ্গে এ উদ্যোগে অংশ নিয়েছে ১১ হাজারের বেশি স্কুল শিক্ষার্থী। এ ক্যাম্পেইনের জন্য সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে মাইন্ডশেয়ার বাংলাদেশ। ২০১৫ সাল মাইন্ডশেয়ার বাংলাদেশ প্রথম এই ফেস্টে অংশ নেয়। প্রথম আসর থেকে এখন পর্যন্ত মাইন্ডশেয়ার বাংলাদেশ ক্রমশ তাদের অবস্থান সুদৃঢ় করেছে এবং প্রতি বছরই একাধিক অ্যাওয়ার্ড অর্জন করেছে। গত বছর ১২তম আসরে গ্রামীণফোনের ‘স্বপ্ন যাবে বাড়ি’ ক্যাম্পেইনের জন্য মাইন্ডশেয়ার বাংলাদেশ সিলভার অ্যাওয়ার্ড অর্জন করে। ‘স্বপ্ন যাবে বাড়ি’ ক্যাম্পেইন ছাড়াও মাইন্ডশেয়ার বাংলাদেশ ইউনিলিভারের ‘সানসিল্ক রিলঞ্চ হেয়ার অন ইয়োর সাইড’ ক্যাম্পেইন এবং ‘ভ্যাসলিন হিলিং প্রোজেক্ট’ ক্যাম্পেইনের জন্য দুইটি ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছিল। -বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন