সিলেট অফিস : জাতীয় গ্রিডে সমস্যার কারণে দু’ঘন্টা অন্ধকারে ছিল পুরো সিলেট বিভাগ। গত রোববার রাত ৮টা ২৬ মিনিট থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না। এতে দুর্ভোগে পড়েন সিলেট অঞ্চলের সর্বস্তরের মানুষ।
সিলেট পিডিবি বিভাগীয় প্রকৌশলী রতন কুমার বিশ্বাস জানান, শাবাজপুরে জাতীয় গ্রিডে সমস্যার কারণে সিলেট অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এটা স্থানীয় কোনো সমস্যা নয়। জাতীয় গ্রিডে সরবরাহ বন্ধ হওয়ায় সিলেট বিভাগের চার জেলার সর্বত্র প্রায় দু’ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে উল্লেখ করে রতন বিশ্বাস জানান, ওইসময় সিলেট অঞ্চলের সবক’টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ ছিল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন