শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

প্রতাপনগরের শ্রীপুর-কুড়িকাহুনিয়া পাউবো’র বাঁধে ফাটল জনমনে আতঙ্ক!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) থেকে | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়ায় পানি উন্নয়ন বোর্ডেও বেড়ী বাঁধে ফাটল শুরু হয়েছে। যেকোন মুহূর্তে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবনের আশঙ্কায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। শ্রীপুর-কুড়িকাহুনিয়া লঞ্চ ঘাটের দক্ষিণ ও উত্তর পার্শ্বে পাউবো’র ভেঁড়ীবাধ দীর্ঘ দিন সংস্কার না করায় জরা-জীর্ণ হয়ে পড়ে আছে। শুক্রবার ফাটল/ভাঙন স্থানে যেয়ে দেখা যায় লঞ্চ ঘাটের দুই পার্শ্বে দু’টি পয়েন্টে ভেঁড়ীবাধে নতুন কওে ফাটল ধরেছে। এবং ১/৩ অংশ ভেঁড়ীবাঁধ নদী গর্ভে চলেগেছে। যে কোন মুহূর্তে বাঁধটি ভেঙে কপোতাক্ষ নদের লোনা পানি প্রবেশ করে এলাকা প্লাবিত হতে পারে। বাঁধ ভেঙে গেলে মানুষের ধান্য ফসলাদী, মৎস্য ঘের হাঁস-মুরগী, গরু-ছাগল, স্কুল-কলেজ-মাদ্রাসা, মসজিদ, ব্যবসা প্রতিষ্ঠানসহ মানুষের যান-মালের ব্যাপক ক্ষতি সাধন হবে। বারবার বাঁধ ভাঙনের শিকার মানুষের মনে চরম অতঙ্ক বিরাজ করছে। এলাকার অধিকাংশ মানুষ নির্ঘূম রাত কাটাচ্ছে। স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলি গত তিন দিনধরে নিজ অর্থ খরচা করে স্থানীয় গ্রামবাসীদের অংশগ্রহণে বাঁেশর পাইলিং দিয়ে মাটিভরাট বস্তাদিয়ে বাঁধ রক্ষায় চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবিষয় উপজেলা পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার সাথে মুটোফোনে কথা হলে তিনি জানান ভেঁড়ীবাঁধ সংস্কারের জন্য টেন্ডার হয়েগেছে. ২৩ তারিখ ওপেনিং হবে। ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলি বলেন. ভেঁড়ীবাঁধ সংস্কারের টেন্ডার হয়েছে। ঠিকাদার অযথা সময় ক্ষেপন করছেন। তার সময় ক্ষেপন ও অবহেলার কারণে বেড়ীবাঁধের আজ এ অবস্থা বলে তিনি মন্তব্য করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন