বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্পোরেট

বিসিকের ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স’ শুরু

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

প্রিজম প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপি ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন কোর্স’ শীর্ষক এক ট্রেনিং কার্যক্রম শুরু হয়েছে। বিসিকের আয়োজনে গতকাল প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করেন বিসিকের চেয়ারম্যান মুশতাক হাসান মুহাম্মদ ইফতিখার। ইউরোপিয়ান ইউনিয়ানের অর্থায়নে প্রশিক্ষন কোর্স পরিচালনা করছে এসআইওয়াইবি ফাউন্ডেশন বাংলাদেশ। এতে ৫০ জন উদ্যোক্তা অংশ গ্রহণ করেন। প্রথম বারেরমত বিসিক ব্যাতিক্রম ধর্মী এই প্রশিক্ষন কোর্সের আয়োজন করেছে। এসআইওয়াইবি ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলও এর মডিউল অনুসারে ‘স্টার্ট এন্ড ইমপ্রুভ ইয়োর বিজনেস’ মেথডে উদ্যোক্তাদের ব্যবসা শুরু এবং প্রসারে প্রশিক্ষন দেবেন। সূত্র মতে, এটি গতানুগতিক ধারার কোন ক্লাসরুম ভিত্তিক প্রশিক্ষন না। এতে আইএলওর সর্বাধুনিক ব্যবসা প্রসারের কারিকুলাম অনুসরন করে নেটওয়ার্কিং, আইস ব্রেকিং, বিজনেস প্ল্যান, বিজনেস লার্নিং উইথ প্লে এন্ড গেমিং পদ্ধতিতে উদ্যোক্তাদের উজ্জীবিত করা হবে। এটি একটি বৃহৎ ব্যবসা সমপ্রসারন পদ্ধতি। পৃথিবীর প্রায় ১০০টি দেশে এই পদ্ধতিতে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন দেয়া হয়। একজন উদোক্তা ব্যবসা শুরু করার জন্য কি কি করতে পারেন, কিভাবে বাজার সম্পর্কে বুঝবেন, কি পণ্য উদপাদন করবেন, খরচ, কাঁচামাল, বাজারজাতকরণ, বাজার স¤প্রসারণ, নিত্য নতুন পণ্য তৈরী, রপ্তানী বৃদ্ধি, দেশ বিদেশের বাজার স¤প্রসারণ, ঝুঁকি এবং উদ্যোক্তা কিভাবে সফল হতে পারে সে সম্পর্কে ধারনা দেয়া হবে। একইসাথে ঋণ প্রাপ্তিতে কারিগরী সহায়তাও পাবেন উদ্যোক্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিকের সচিব একেএম মাসুদুজ্জামান, বিসিকের জেনারেল ম্যানেজার ও প্রিজমের ন্যাশনাল প্রজেক্ট ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসানুজ্জামান, প্রিজম প্রকল্পের ন্যাশনাল টিম লিডার আলী সাবেতসহ বিসিকের কর্মকর্তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন