শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ক্লাব কাপ সেরা আবাহনীই

আবাহনী ১ : ০ মেরিনার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

খাজা রহমতউল্লাহ ক্লাব কাপ হকিতে চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্টে সেরার খেতাব ধরে রাখলো ঢাকা আবাহনী লিমিটেড। গতকাল রাতে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ফাইনালে আবাহনী ১-০ গোলে মেরিনার ইয়াংস ক্লাবকে হারিয়ে শিরোপা ঘরে তোলে। বিজয়ী দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন সোহানুর রহমান সবুজ। টুর্নামেন্টে এটা আবাহনীর চতুর্থ শিরোপা জয়। এই শিরোপা তারা ক্লাবের প্রাক্তন খেলোয়াড় প্রয়াত খাজা রহমতউল্লাহকে উৎসর্গ করলো। টুর্নামেন্টে ছয় গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতেন আবাহনীর মহসিন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। এ সময় হকি ফেডারেশনের প্রয়াত সহ-সভাপতি খাজা রহমতউল্লাহর স্ত্রী নাদিরা রহমতউল্লাহ উপস্থিত ছিলেন।
কাল মওলানা ভাসানী স্টেডিয়ামে আবাহনী-মেরিনার জমজমাট ফাইনাল উপভোগ করতে যখন দু’দলের সমর্থকরা অপেক্ষা করছিলেন তখনই শুরু হয় তুমুল বৃষ্টি। ভারী বর্ষনের কারণে এক ঘন্টা দেরিতে শুরু হয় ম্যাচটি। ম্যাচের শুরু থেকেই দু’দল আক্রমনাতœক খেলেছে। ফিল্ড থেকে গোল পাচ্ছিল না কোন দলই। তাই পেনাল্টি কর্ণারের (পিসি) দিকেই মনযোগী হয়। বারবার আবাহনীর আক্রমণ ফিরিয়ে দেন মেরিনারের গোলরক্ষক অসীম গোপ। ম্যাচের প্রথমার্ধের ২৭ মিনিট পর্যন্ত তিনবার খেলা বন্ধ ছিল। তবে ৪১ মিনিটে প্রথম পিসি থেকে গোল করেন সোহানুর রহমান সবুজ (১-০)। আবাহনী দ্বিতীয়ার্ধে চারটি পেনাল্টি কর্নার পেলেও গোল করতে পারেনি। শেষের দিকে মেরিনার চাপ দিয়েও গোল আদায় করতে পারেনি। মেরিনারের অভিজ্ঞ খেলোয়ড়রা ম্যাচ জেতার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আবাহনীর ফিটনেসের কাছে হেরেছে। শেষ পাঁচ মিনিটে আবাহনীর সীমানাতেই বল ছিল। আবাহনীর গোলরক্ষক নিপ্পন দুর্দান্ত কিছু গোল রুখে দিয়েছেন। আবাহনীর মালয়েশিয়ান বিদেশি ও মেরিনারের ভারতীয় বিদেশিরা খুব বেশি পার্থক্য করতে পারেননি। স্থানীয়রাই মূলত বেশি প্রভাব ফেলেছিলেন ম্যাচে।
‘ম্যাচটি অনেক ইনজয় করেছি। প্রতিপক্ষ মেরিনার ইয়াংসও বেশ শক্তিশালী ছিল। কোচ মাহবুব হারুনের নির্দেশনা মতোই খেলেছি। তাই জয় নিয়ে মাঠ ছেড়তে পেরেছি। আসলে মাহবুব হারুন স্যারই বেষ্ট কোচ’, কথাগুলো বলেন দলের অন্যতম খেলোয়াড় রোমান সরকার। কোচ মাহবুব হারুনের কথা, ‘ছেলেরা দুর্দন্ত খেলেছে। ওদের নিয়ে আমি আরও আশাবাদি। খুব ভালো লাগছে, ছেলেরা আমাকে শিরোপা এনে দিয়েছে। আমরা প্রয়াত খেলোয়াড় ও সংগঠক খাজা রহমতউল্লাহকে এই শিরোপা উৎসর্গ করছি।’
মেরিনার ইয়াংস ক্লাবের জার্মান কোচ অলিভার কার্টজ বলেন, ‘দু’দলই শক্তিশালী ছিল। তাই ক্লোজড ম্যাচ হয়েছে। অনেকটাই আন্তর্জাতিকমানের। ভালো খেলেছে ছেলেরা। আমি তাদের জন্য গর্বিত। তবে আম্পায়ারের কিছু সিদ্ধান্ত আমাদের জন্য দুর্ভাগ্যের ছিল। ম্যাচ ৬০/৪০ হয়েছে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন