শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

প্যারাগুয়ের প্রেসিডেন্ট নির্বাচনে রক্ষণশীলদের জয়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৮, ১০:৫৪ এএম | আপডেট : ২:৫২ পিএম, ২৩ এপ্রিল, ২০১৮

প্যারাগুয়ের রক্ষণশীল দল কোলোরাডোর প্রার্থী মারিও আবদো বেনিতেজ প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন।
রোববার অনুষ্ঠিত এ নির্বাচন শেষে দেশটির কর্মকর্তারা এ কথা জানান। খবর এএফপি।
প্রধান নির্বাচন কর্মকর্তা জাইম বেস্টার্ড বলেন, ‘মারিও আবদো বেনিতেজ প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।’ ৯৬ শতাংশ ভোট গণনার পর তিনি এ ঘোষণা দেন।
নির্বাচনে বেনিতেজ ৪৬.৪৯ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এফরেইন আলেগ্রি ৪২.৭২ শতাংশ ভোট পেয়েছেন। তিনি ধারণার চেয়েও অনেক বেশি ভোট পেয়েছেন।
নবনির্বাচিত প্রেসিডেন্ট মারিও আবদো বেনিতেজ প্যারাগুয়ের প্রয়াত স্বৈরশাসকের এক সিনিয়র সহকারীর ছেলে। তিনি যুক্তরাষ্ট্রে পড়ালেখা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন