মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

অধিনায়ক হতে পেরে রোমাঞ্চিত সরফরাজ

প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তানের টি২০ ক্রিকেট দলের অধিনায়ক হলেন সরফরাজ আহমেদ। সহঅধিনায়ক হিসেবে নিজের অভিজ্ঞতা রয়েছে। এবার সংক্ষিপ্ত সংস্করণে পাকিস্তান দলের নিয়মিত অধিনায়কের অভিজ্ঞটা নেয়ার পালা। গতকাল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে সেই দায়িত্বই দিয়েছে। পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক হতে পেরে দারুণ রোমাঞ্চিত ২৮ বছর বয়সী এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ক্রিকইনফোকে সরফরাজ বলেন, ‘এই সুযোগটি পেয়ে আমি রোমাঞ্চিত। আমি সম্মান জানাচ্ছি পিসিবিকে, যারা পাকিস্তানকে নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে আমার ওপর বিশ্বাস রেখেছে। প্রকৃতপক্ষে, এটা একটা কঠিন কাজ। কিন্তু একই সময় ক্রিকেটীয় জীবনে দারুণ কিছু সুযোগ এনে দেয় নেতৃত্ব। সুতরাং অধিনায়ক হিসেবে নিজের সেরাটা উজাড় করে দিতে চাই।’
নেতা হিসেবে ভবিষ্যৎ এখনো ভাবেননি সরফরাজ। পিসিবির সঙ্গে আলাপ করেই সবকিছু ঠিকঠাক করবেন তিনি, ‘ভবিষ্যৎ পরিকল্পনা এখনো সাজাইনি। প্রথমে আমি পিসিবির কর্তাদের সঙ্গে বসব। অধিনায়ক হিসেবে নিজের করণীয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা করব।’ নিজের ওপর আস্থা রেখেই সরফরাজ বলেন, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি বিশ্বাস করি যে দলে অবদান রাখতে আমার সামর্থ্য রয়েছে। আমি সব সময় আমার ভূমিকা পালন করে যাই, সেটা উইকেটরক্ষক কিংবা ব্যাটসম্যান হিসেবে হোক। পরিস্থিতি বুঝে শুরুতে ব্যাট করতে পারি। আমি সীমার মধ্যে থেকেই কথা বলতে পছন্দ করি। অতিরিক্ত কথা বলি না। আমার ক্রিকেট নিয়ে যতটুকু বলার, ততটুকুই বলব। অধিনায়ক হিসেবে সামনে থেকেই দলকে নেতৃত্ব দিতে চাই।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন