শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

কর্পোরেট

পুঁজিবাজারে সূচক বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

সপ্তাহের শেষ দিন দেশের দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বা ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে প্রায় পাঁচ হাজার ৮১৩ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক এক দশমিক ১২ পয়েন্ট বেড়ে প্রায় একহাজার ৩৪৩ পয়েন্টে রয়েছে; এবং ডিএস৩০ সূচক ৫ দশমিক ১২ পয়েন্ট বেড়ে প্রায় ২ হাজার ১৭১ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেন হয়েছে ৫৪৭ কোটি ৮ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৬২ কোটি ১ লাখ টাকা বেশি। হাতবদল হওয়া ৩৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ১৩৮টির ও অপরিবর্তিত রয়েছে ৫১টির। এদিকে বৃহস্পতিবার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৬ কোটি ৬৭ লাখ টাকা বেড়ে ১৩৭ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। লেনদেনে থাকা ২৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ৯৯টির ও অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর। দিন শেষে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ৩৬ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৯৩১ পয়েন্টে অবস্থান করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন