ব্র্যাক ব্যাংকের শেয়ারহোল্ডারবৃন্দ ২০১৭ সালের জন্য ২৫% স্টক লভ্যাংশ অনুমোদন করেছেন। ২৬ এপ্রিল সাভারে ব্র্যাক-সিডিএম-এ অনুষ্ঠিত ব্যাংকের ১৯তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন করা হয়। বার্ষিক সাধারণ সভার পূর্বে ব্যাংকের ১০ম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় অনুমোদিত মূলধন ১,২০০ কোটি টাকা থেকে ২,০০০ কোটি টাকা বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছেন। সভায় সভাপতিত্ব করেন ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ কেসিএমজি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালকবৃন্দ শিব নারায়ন কৈরী, কাজী মাহমুদ সাত্তার, কায়সার কবির, আসিফ সালেহ ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন এবং কোম্পানী সেক্রেটারী রেইস উদ্দীন আহ্মাদ। - বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন