মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে -মুখ্য সচিব নজিবুর রহমান

ছাতক (সুনামগঞ্জ ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূখ্য সচিব নজিবুর রহমান বলেছেন স্বাধীন দেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সূযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। অনেক দেশের মানুষ স্বাধীন না থাকায় তারা সমাজে কখনও মাথা উঁচু করে চলতে পারেনা। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জন করায় দেশবাসি এখন স্বাধীন দেশের গর্বিত নাগরিক। তিনি বলেন, যিনি স্বাধীনতা দিয়ে গেছেন তার সূযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দিন-রাত দেশের উন্নয়নের জন্যে কাজ করে যাচ্ছেন। তিনি দেশ ও দেশের মানুষের কল্যাণে শুধু দেশে নয়, বিদেশেও ভ্রাতৃত্ব বন্ধন ও বিভিন্ন দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার লক্ষ্যে নিরন্তর প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে ২০৪১সালে এদেশ একটি সূখি ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে উঠবে। গতকাল শুক্রবার সকালে ছাতকের ইসলামপুর ইউনিয়নের নিজ গ্রাম গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পরিচালনা কমিটির সভাপতি সামছুর রহমান ছাদিকের সভাপতিত্বে ও আমিরুল হক বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত হিফজুর রহমান মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, পুলিশ সূপার বরকত উল্লাহ খান, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উল্লাহ খান, সহকারি পুলিশ সূপার দোলন মিয়া, এসিল্যান্ড সোনিয়া সূলতানা, ওসি আতিকুর রহমান। বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম, শায়খ মাওলানা আব্দুল হান্নান, মাওলানা আকিক হোসাইন, হাজি হেলাল উদ্দিন, হাজি ইছাক আলী, হাজি ফারুক মিয়া, সৈয়দ আহমদ, হাজি তৈয়বুর রহমান, মাসুক মিয়া, মুরাদ আহমদ, প্রধান শিক্ষক আব্দুল গণি, গনেশপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সামছুন নাহার বেগম প্রমূখ। এদিকে মূখ্য সচিব নবনির্মিত ছাতক পৌরভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে বুড়াইরগাঁও কমিউনিটি ক্লিনিক ও বুড়াইরগাঁও গুচ্ছগ্রাম আশ্রায়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া তিনি উপজেলা অডিটোরিয়ামে জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন ভাতাপ্রাপ্ত উপকারভোগি, মিডিয়া ও গন্যান্য ব্যক্তিদের সাথে মতবিনিময়ে মিলিত হন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন