শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

লেটুস পাতা থেকে ছড়াচ্ছে ই-কোলাই ব্যাকটেরিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রে রোমেইন লেটুস পাতা থেকে ই-কোলাই ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ছে। গত কয়েকদিনে এতে আক্রান্তের হার দ্বিগুণ হয়েছে। গতকাল শুক্রবার দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ২২টি অঙ্গরাজ্যে ই-কোলাই ব্যাকটেরিয়ার সংক্রমণে ৯৮ জন অসুস্থ হয়ে পড়েছেন। এ সংক্রমণে এখন পর্যন্ত কারও মৃত্যু না হলেও অসুস্থ ৪৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের’ (সিডিসি) পক্ষ থেকে জানানো হয়েছে, আক্রান্তদের মধ্যে ১০ জনের কিডনি কাজ করছে না। ২০০৬ সালে স্পিনাচের মাধ্যমে ই-কোলাই ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ায় ২০০ জন সংক্রমিত হয়েছিলেন। তারপর থেকে যুক্তরাষ্ট্রে এটিই ই-কোলাই ব্যাকটেরিয়া সংক্রমণের সবচেয়ে বড় ঘটনা। অ্যারিজোনার ইউমাতে উৎপাদিত লেটুস পাতা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন সিডিসি কর্মকর্তারা। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন