স্টাফ রিপোর্টার : বাংলা নতুন বছর শুরু উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-বরিশাল-ঢাকা অভ্যন্তরীণ রুটে ভাড়ার পরিমাণ কমিয়েছে। আগামী ৭ এপ্রিল হতে হ্রাসকৃত ‘বৈশাখী অফার’শুরু হবে। এই কর্মসূচি আগামী ৩০ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। বর্ণিত সময়ে ঢাকা থেকে বরিশাল গন্তব্যে হ্রাসকৃত ২ হাজার টাকা (সকল করসহ) ভাড়ায় ভ্রমণ করা যাবে। রিটার্ন যাতায়াতের জন্য অর্থাৎ ঢাকা-বরিশাল-ঢাকা’র ক্ষেত্রে দ্বিগুণ ভাড়া হবে অর্থাৎ ৪ হাজার টাকা। ইতোমধ্যে গত ১ এপ্রিল হতে ঢাকা-সৈয়দপুর রুটে হ্রাসকৃত মূল্যে টিকেট বিক্রি শুরু হয়েছে। ঢাকা-বরিশাল রুটে সপ্তাহে ৩ দিন বিমানের ফ্লাইট পরিচালনা করা হবে। বর্তমানে রোববার ও বৃহস্পতিবার ছাড়া মঙ্গলবারেও তৃতীয় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান কর্তৃপক্ষ। তবে ৩০ এপ্রিল পর্যন্ত মঙ্গলবারের ফ্লাইটটি সাময়িক ভাবে স্থগিত রাখা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন