শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

কর্পোরেট

ইউসিবিএল’র ৩৫তম সাধারণ সভা

| প্রকাশের সময় : ১ মে, ২০১৮, ১২:০০ এএম


অর্থনৈতিক রিপোর্টার : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ৩৫তম বার্ষিক সাধারন সভা (এজিএম) গতকাল কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান রুকমীলা জামান। শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে ২০১৭ অর্থ বছরের জন্য ১০শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করে। এতে রুকমীলা জামান, হাজী ইউনুছ আহমদ ও এম এ সবুর ইউসিবি’র পরিচালক হিসাবে পুনঃনির্বাচিত হয়েছেন। এছাড়া, আফরোজা জামান ও মো. শাহ আলম ইউসিবি’র পরিচালক হিসাবে নির্বাচিত হয়েছেন। ৩৫তম বার্ষিক সাধারণ সভা পরবর্তী ব্যাংকের পরিচালনা পরিষদের এক সভায় ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসাবে পুনঃনির্বাচিত হয়েছেন দেশের তরুণ নারী শিল্পোদ্যোক্তা ও আরামিট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুকমীলা জামান। ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসাবে পুনঃনির্বাচিত হয়েছেন ইউসিবি’র অন্যতম উদ্যোক্তা পরিচালক হাজী ইউনুস আহমেদ। এছাড়া, নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসাবে পুনঃনির্বাচিত হয়েছেন তরুন শিল্পোদ্যোক্তা আনিসুজ্জামান চৌধুরী। ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উদ্যোক্তা পরিচালক এম এ সবুর। অডিট কমিটির চেয়ারম্যান হিসাবে পুনঃনির্বাচিত হয়েছেন ইউসিবির স্বতন্ত্র পরিচালক আখতার মতিন চৌধুরী, এফসিএ (বাংলাদেশ), এফসিএ (ইংল্যান্ড ও ওয়েলস), এফসিএস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন