বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পাবনায় পবিত্র শবে বরাত পালিত

পাবনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ মে, ২০১৮, ৪:৩৮ পিএম

যথাযোগ্য মর্যাদা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পাবনা পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাত পালিত হয়েছে। বিভিন্ন মসজিদে ধর্ম প্রাণ মুসল্লিরা রাতভর ইবাদত বন্দেগী করেন। এর বাদ মাগরিব পবিত্র শবে বরাতের তাৎপর্য তুলে ধরে ইমামগণ বয়ান করেন। তারা বলেন, শাবান মাসের মধ্য রজনী পবিত্র শবে বরাত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই রাতে মহান আল্লাহ রাব্বুল আল আমিন নিজে ‘তাঁর বান্দাদের আহ্বান করেন এবং ক্ষমা করে দেন। সৌভাগ্য এবং নিষ্কৃতি পাওয়ার রাত নিয়ে যারা বিরোধিতা করেন, তারা অজ্ঞ এবং আল্লাহ রাব্বুল আল আমিনের পেয়ারা হাবিব রাছুল(সা:)-এর শরিয়ার পথে নেই। এরা পথভ্রষ্ট । পরে দেশ ও জাতির কল্যাণে এবং বিশ্বে নির্যাতিত মুসলমান ও অন্য ধর্ম গোষ্ঠীর মানুষদের জুলুমবাজদের হাত থেকে রক্ষা করার জন্য মহান আল্লাহ পাকের কাছে বিশেষ মোনাজাত করা হয়। মসজিদ ছাড়াও । অনেকে বাড়িতে ইবাদত বন্দেগী করেন। শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশী টহল বাড়ানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন