বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

যুক্তরাষ্ট্র চুক্তি বাতিল করলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করবে ইরান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ মে, ২০১৮, ৩:০৭ পিএম

ইরানের সঙ্গে বিশ্বের ছয় জাতির মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে গেলে তেহরানও একই কাজ করবে।
ব্রিটেনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হামিদ বায়েদিনেজাদ বলেছেন, চুক্তি বাতিল হলে তার দেশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার অর্থ হচ্ছে- এ চুক্তির আর অস্তিত্ব থাকবে না। কারণ সমঝোতার গুরুত্বপূর্ণ একটি পক্ষ তা থেকে ক্ষমতার বলে বের হয়ে যাচ্ছে এবং চুক্তির শর্ত সুস্পষ্টভাবে লঙ্ঘন করছে।

মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে বায়েদিনেজাদ এসব কথা বলেন।

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে হুমকি দিচ্ছেন, সে অনুযায়ী তারা সমঝোতা থেকে যদি বের হয়ে যায় তা হলে ইরানও আগের অবস্থায় ফিরে যেতে প্রস্তুত।

বায়েদিনেজাদ বলেন, যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলে তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করবে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতার বিষয়টি নতুন করে ভাবা হবে এবং আরও কিছু কর্মকাণ্ড পরিচালনা করা হবে, যা নিয়ে চিন্তাভাবনা চলছে।

তবে ইরান যাই করুক না কেন, দেশটি পরমাণু অস্ত্র বানাবে না বলে দাবি করেছেন রাষ্ট্রদূত বায়েদিনেজাদ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন