শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ফের অশান্ত শ্রীনগরের এনআইটি ক্যাম্পাস

প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক: ফের অশান্ত হয়ে উঠেছে ভারতের শ্রীনগরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি) ক্যাম্পাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করেছে, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে আধাসামরিক বাহিনী নামানো হয়েছে। গত মঙ্গলবার (০৫ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থীরা মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ করে। এরপরই অশান্ত হয়ে ওঠে এনআইটি ক্যাম্পাস। পুলিশের দাবি, পাঁচ শতাধিক শিক্ষার্থী একযোগে মিছিল করে ক্যাম্পাসের প্রধান ফটক অতিক্রমের চো করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের থামানো জরুরি হয়ে পড়ে। কিন্তু মারমুখি শিক্ষার্থীরা মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। এ পরিপ্রেক্ষিতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, মিছিলরত শিক্ষার্থীরা তেরঙা বহন করছিলেন। এর আগে গত সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ভারতের ছিটকে পড়ায় কাশ্মিরের কয়েকজন শিক্ষার্থী আনন্দ প্রকাশ করলে তাদের বেধড়ক মারধর করে ভারতীয় শিক্ষার্থীরা। এ নিয়ে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে সে সময়। ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন