বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আবারো যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন ল্যাভরভ

সিরিয়াকে ভাগ করার জন্যই মার্কিন সেনা উপস্থিতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ মে, ২০১৮, ৭:৫০ পিএম

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ার ফোরাত নদীর পূর্ব তীরে মার্কিন সেনা উপস্থিতি বজায় রাখা হয়েছে শুধুমাত্র দেশটিকে বিভক্ত করার জন্য। তিনি বলেন, যুক্তরাষ্ট্র দাবি করছে সিরিয়াকে সন্ত্রাসী মুক্ত করার জন্য তারা কাজ করছে কিন্তু প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্র পূর্ব ফোরাতের পাড়ে সেনা অবস্থান গড়ে তুলছে দেশটিকে ভাগ করার জন্য। মার্কিনিদের এই দৃষ্টিভঙ্গিতে তাদের কিছু মিত্রও উৎসাহিত হচ্ছে। ইতালির প্যানোরমা ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে ল্যাভরভ এসব কথা বলেন। তার এ সাক্ষাৎকার গত বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। এর আগে সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে দুমা শহরে কথিত রাসায়নিক হামলা সম্পর্কে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা সিরিয়ায় শান্তি দেখতে চায় না তারাই এই নোংরা উসকানি দিয়েছে। রাসায়নিক হামলার অভিযোগ তোলার এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তিনি বলেন, যখন আন্তর্জাতিক তদন্ত দল দামেস্ক ও দুমা শহরে যাওয়ার জন্য প্রস্তুত তখনই যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা একটি সার্বভৌম দেশের ওপর আগ্রাসন চালায়। এর আগে ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার প্রশ্নে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আবারো যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে। তিনি বলেছেন, মার্কিন সম্ভাব্য এই পদক্ষেপে বিশ্ব পরমাণু নিরস্ত্রীকরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দেশকে হারাবে। জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির সঙ্গে কৃষ্ণসাগর তীরবর্তী সোচি শহরে গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ এসব কথা বলেছেন। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার বার যেভাবে পরমাণু সমঝোতা থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নেয়ার বিষয়ে বলছেন সেভাবে যদি তারা বের হয়ে যান তাহলে আমরা আন্তর্জাতিক সাম্প্রদায়িক সবাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশকে হারাব যারা কিনা গণ-বিধ্বংসী অস্ত্র মুক্ত করার ক্ষেত্রে অবদান রাখছিল। পার্সটুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন